ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কারখানা তৈরি না করে চাষ উপযোগী জমি সংরক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:০১, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০১, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কৃষি জমি নষ্ট করে কারখানা তৈরি না করে চাষ উপযোগী জমি সংরক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পণ্য উৎপাদন বৃদ্ধিরও আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশে ধনী-গরিবের বৈষম্য হ্রাস পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন করাই সরকারের নীতি উল্লেখ করে সমবায়কে বহুমুখী সমবায় হিসেবে গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর নির্দিষ্ট স্থানে শিল্প কারখানা স্থাপনের জন্য অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি। দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি