ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কালো টাকা সাদা করার সুযোগ সমর্থন করে না ব্যবসায়ীরা (ভিডিও)

তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১১ জুন ২০২২ | আপডেট: ২২:১০, ১১ জুন ২০২২

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করে না এফবিসিসিআই। তবে চ্যলেঞ্জ থাকলেও কাঙ্খিত উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। 

প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। 

কর রিটার্ন জমা স্লিপ বাধ্যতামূলক করা, কর্পোরেট ট্যাক্স কমানো, পলিথিনসহ প্লাস্টিক ব্যাগের উপর বিদ্যমান ৫ শতাংশ সম্পুরক শুল্ক প্রত্যাহার, স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য কর কমানোসহ বেশ কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “বাজেটের আকার অত্যন্ত সময়োপযোগী। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রযাত্রাকে আরও সমুন্নত রাখতে এ বাজেট সহায়ক হবে বলে আমরা মনে করি।”

তবে অগ্রিম আয়করসহ রাজস্ব আহরণ ব্যবস্থায় আপত্তি আছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের। কর নিয়ে এফবিসিসিআইয়ের পরামর্শ মেনে নেয়ার দাবি জানান সভাপতি। কথা বলেন কালো টাকা সাদা করা প্রসঙ্গেও। 

মো. জসিম উদ্দিন বলেন, “এটি আমরা সমর্থন করি না। এটিতে ভালো ও সৎ ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে। “

এফবিবিসিআই সভাপতি বলেন, “ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের পরিবর্তে যথাসম্ভব সুলভ মূল্যে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেননা ব্যাংক ঋণের উপর অধিক মাত্রায় নির্ভরতা বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধার সৃষ্টি করতে পারে।”

ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ব্যবস্থার পরিবর্তে বৈদেশিক উৎস হতে ঋণ নেয়ারও দাবি জানিয়েছে এফবিসিসিআই।

সংবাদ সম্মেলনে অংশ নেন ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি