ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৬.২৭

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৫৮, ৩০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাসের হার ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এবার কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী । পাস করেছে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯৫ হাজার ৮৮৯ জন, মেয়ে পরীক্ষার্থী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন। ছেলেদের তুলনায় ২৭ হাজার ৯২৬ জন বেশি ছিল মেয়ে পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ হাজার, এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৩৪ জন। 

মানবিক বিভাগে ৮৬ হাজার ৫৩৫ জন পরীক্ষা দেয়, পাস করেছে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫শ’ ৯ জন। 

বাণিজ্যে পরীক্ষা দিয়েছে ৭৯ হাজার ১৬৯ জন, পাস করেছে ৭৪ হাজার ৮৮৭ জন। পাসের হার ৯৪.৫৯ শতাংশ। এক হাজার ১০৩ জন পেয়েছে জিপিএ-৫।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি