কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র কার্যালয় উদ্বোধন
প্রকাশিত : ১৭:০৩, ২৬ নভেম্বর ২০১৯

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে নগরীর কান্দিরপাড়স্থ আর্টিসান নাসির সেন্টারের ৭ম তলায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দীন বাহার।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (কুমিল্লা) সভাপতি হুমায়ুন কবীর রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মামুন, সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআই/এসি