ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী আবু তাহের নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ৭ জানুয়ারি ২০১৮

কুমিল্লার সদর উপজেলা আলেখারচরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ তাহের বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আবু তাহের (২৮) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ডিবির একজন এসআইসহ তিন জন আহত হয়েছেন।

ডিবির এসআই সহিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাবুরিয়া সিএনজি পাম্পের পেছনে গোমতি নদীর প্রতিরক্ষা বাঁধে বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলেখারচর সাবুরিয়া সিএনজি স্টেশনের পেছনে গোমতি নদীর বাঁধে ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছলে ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলে শীর্ষ সন্ত্রাসী আবু তাহের গুলিতে আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নিহত শীর্ষ সন্ত্রাসী আবু তাহেরের বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে।

একে//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি