ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কুষ্টিয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন

প্রকাশিত : ১৭:১২, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১২, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধনের ফলে জনভোগান্তি কমেছে অনেকাংশে। আগে পাসপোর্টের জন্য ছুটতে হতো যশোরে, দালালদের খপ্পরে পড়ে ঘুরতে হতো দিনের পর দিন। এখন নিজ জেলায় অফিস পেয়ে খুশী সেবা-গ্রহীতারা। তবে পুরনো জেলা হিসেবে এখানে পাসপোর্ট ছাপানোর ব্যবস্থা করা হলে সেবার মান আরও বাড়বে বলে জানান তারা। বদলে গেছে কুষ্টিয়ার পাসপোর্ট অফিসের চালচিত্র। সম্প্রতি বৃহৎ পরিসরে নিজস্ব ভবনে আঞ্চলিক অফিস উদ্বোধনের পর স্বস্তি ফিরেছে এখানের মানুষের। কয়েক বছর আগে ছোট্ট ভাড়া বাড়িতে কুষ্টিয়া পাসপোর্ট অফিস চালু হলেও কাঙ্খিত অনেক সেবা মিলেনি গ্রাহকদের। এইতো ক’দিন আগেও পাসপোর্ট করতে তাদেরকে যেতে হতো যশোরে। তবে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে সব কাজ হলেও প্রিন্ট হয়ে আসে ঢাকা থেকে। এতে জরুরী পাসপোর্ট যথাসময়ে গ্রাহকের হাতে তুলে দেয়া সম্ভব হয়না। লোকবল সংকটসহ বেশ কিছু সমস্যা থাকা সত্বেও ভাল মানের সেবা দেয়ার চেষ্টা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি