ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুড়িগ্রামে সহকর্মী হত্যায় কাঠমিস্ত্রির মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৩, ২২ সেপ্টেম্বর ২০২০

কাঠমিস্ত্রি যুবক আদম আলী (১৯) হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে অপর এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের ছেলে করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতো একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় করিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রুহুল আমিন।

এআই/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি