ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কেমন মানুষ ছিলেন কুনিও হোশি?

প্রকাশিত : ১৪:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জাপানী নাগরিক কুনিও হোশি বাংলাদেশকে ভালবেসে বসবাস শুরু করেছিলেন এখানে। রংপুরের কাউনিয়ায় তৈরি করেছিলেন একটি বিশেষ জাতের ঘাসের খামার, যে ঘাস থেকে উন্নতমানের জ্বালানি তেল, চিনি ও সিমেন্ট তৈরির কাঁচামাল উৎপাদন সম্ভব। ২০১৫ সালের ৩ অক্টোবর এখানেই তাকে গুলি করে হত্যা করে জেএমবির সদস্যরা। কেমন মানুষ ছিলেন কুনিও হোশি? রংপুর শহরের উপকণ্ঠে নিভৃত গ্রাম কাচু আলুটারি। এখানেই থাকতেন জাপানী নাগরিক কুনিও হোশি। ২০১১ সাল থেকে রংপুরে তার যাতায়াত শুরু। ২০১৫ সালের মে মাস থেকে মুন্সীপাড়ায় বাড়িভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাড়ার মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন হাসিখুশি এই মানুষটি। ভাঙা ভাঙা বাংলায় শিশুদের সাথে গল্প করতেন। তাদেরও শেখানোর চেষ্টা করতেন দু-একটি জাপানি শব্দ। স্থানীয়রা জানান, ‘গোলাম মো. কিবরিয়া’ নাম নিয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিলেন এই বিদেশী। স্থানীয়দের কাছে একটি ছবি পাওয়া যায় যেখানে কুনিওকে মসজিদে টুপি পড়ে আরও অনেকের মাঝে বসে থাকতে দেখা যায়। ধর্ম বদলের কারণে কুনিও হোশি মারা যাওয়ার পর রংপুরেই শেষকৃত্যের ব্যবস্থা করতে অনুরোধ করে জাপান কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডের দশ দিন পর ২০১৫ সালের ১২ অক্টোবর গভীর রাতে মুন্সীপাড়া কবরস্থানে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি