ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কোপেনহেগেনকে হারিয়ে শেষ ষোলোতে অ্যাতলেটিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

উয়েফা ইউরোপ লীগে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্পেনের এ দলটি।

খেলার প্রথমার্ধেই কেভিন গেমিরোর গোলে ১-০তে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। খেলার ৭ মিনিটে ২৫ গজ দূর থেকে গেমিরো লক্ষভেদ করে জোরালো শট নেন।

এতে কোপেনহেগেনের গোলকিপার অ্যান্ডারসনের দেয়ালভেদ করে জালে গড়ায় বল। এতেই ১-০তে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন সিমিওনের শিষ্যরা।

তবে খেলার দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় কোপেন হেগেন। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি দলটি। এদিকে দ্বিতীয়ার্ধে অবশ্য দ্বিতীয় গোলের সুযোগ মিস করে অ্যাতলেটিকোর এ ফরোয়ার্ড।

উল্লেখ্য, প্রথম লেগে কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছিলো সিমিওনের শিষ্যরা। আর দ্বিতীয় লেগে ১-০তে জিতে শেষ ষোলোয় পা দিলো দলটি।

সূত্র: রয়টার্স
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি