ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কোভিডের কারণে চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত পাহাড়তলীর বাংলাদেশ রেলওয়ে মাঠের বাণিজ্য মেলা করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছে। 

চিটাগাং উইম্যান চেম্বারের প্রধান নির্বাহী জিএ রায়হান আজ বাসসকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক ৩১ জানুয়ারি থেকে মেলা স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শ মতে আমরা মেলার সার্বিক কার্যক্রম স্থগিত রেখেছি। কতদিনের জন্য স্থগিত থাকবে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।’ 

তবে মেলার জন্য রেলওয়ে মাঠে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে সেসব বহাল থাকবে। করোনার বিস্তার কমলে পুনরায় মেলা শুরু করা হবে বলে তিনি জানান।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি