ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ১২ জানুয়ারি ২০১৮

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭-তে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫০ জনকে যাদের ২৮ জনই গুরুতরভাবে আহত। আর নিখোঁজ আছেন অন্তত প্রায় ১৭ জন মানুষ।

ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টিতে গতকাল বুধবার ভারী বর্ষণের পর ভূমিধ্বস দেখা দেয়। এ ভূমিধ্বসে অন্তত ১০০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় প্রায় ৩০০টি বাড়ি।

হাইওয়েসহ শহরের বেশিরভাগ রাস্তাই ভূমিধ্বসে বন্ধ হয়ে গেছে। যে কারণে উদ্ধারকাজ পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

নিখোঁজ নাগরিকদের বিষয়ে সান্তা বারবারা কাউন্টির মুখপাত্র আম্বার এন্ডারসন স্থানীয় গণমাধ্যমকে জানান, “নিখোঁজ ব্যক্তিদের সঠিক অবস্থান আমাদের জানা নেই। আমরা আশংকা করছি ধ্বংসস্তূপের নিচেই তারা আছেন”।

তবে ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্রিস এলমস বলেন, “আমরা এখনও আমাদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম চালু করেছি। আশংকা আছে বাকিদের মৃত হিসেবে পাওয়ার। তবুও আমরা আশা করছি যে কিছু মানুষদের হয়তো আমরা জীবিত উদ্ধার করতে পারব”।

সূত্র: বিবিসি

এসএইচএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি