ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

খুলনা বিভাগের ১০ জেলায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশিত : ১৪:১২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনার মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বাস চালকের মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। সমস্যা সমাধানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সঙ্গে বৈঠকে বসেছে প্রশাসন। এদিকে, ধর্মঘটের কারণে কাঁচাপণ্য নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা, কাটেনি যাত্রীদের দুর্ভোগ। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাস চালক জামির হোসেনের মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার থেকে অনিষ্টিককালের ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দ্বিতীয় দিনেও এ অঞ্চলের কোন রুটে যানবাহন চলেনি। চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ২য় দিনের মত ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। আজ সকালে জেলা শহর থেকে দুরপাল্লার ও অভ্যন্তরীন রুটে কোন বাস ছেড়ে যায়নি। এমনকি ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ। কোন ধরণের যানবাহন না পেয়ে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে হেঁটে যেতে দেখা যায়। এদিকে শহরের বাসটার্মিনাল, আরাপপুর, বাইপাস, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করছে শ্রমিকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি