ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

খোঁজ নেই বিক্রমের, ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা মোদীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চন্দ্রযান-২ এর অভিযান শেষ মুহূর্তে ব্যর্থ হলেও ধরা পড়ল এক অমূল্য ছবি। যেখানে ব্য়র্থতার কারণে ভেঙে পড়া বিজ্ঞানীকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী। সাহস জোগাতে পিঠে ছোট ছোট চাপড় মারতে মারতে কে শিবনকে আস্তে আস্তে দু-এক কথা বলেনও তিনি।

নিজের ভাষণেও এদিন আগাগোড়া কঠিন সময়ে বিজ্ঞানীদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে তাঁদের সাহস ও কাজের প্রতি আনুগত্য গোটা দেশের কাছে অনুপ্রেরণা। 

বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছুঁতে না পারায় ভেঙে পড়লেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণ শেষ করার পরে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী।

নিজের ভাষণেও এদিন আগাগোড়া কঠিন সময়ে বিজ্ঞানীদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে তাঁদের সাহস ও কাজের প্রতি আনুগত্য গোটা দেশের কাছে অনুপ্রেরণা। চাঁদে যাওয়ার জেদ যে এর ফলে আরও বেড়ে গেল, সেকথাও জানান প্রধানমন্ত্রী।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি