ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ

গবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গাকসু) নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়টির পিএইচএ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক নেতাদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস স্বাক্ষী, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নায্য দাবির আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বে সফলতা এসেছে। বর্তমানে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে নগণ্য সংখ্যক কিছু দুষ্কৃতিকারী এখনো সক্রিয়। তাদের রুখতে এদেশের ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

গাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী  শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে মো. জুয়েল রানা সহ-সভাপতি (ভিপি) ও মো. নজুরুল ইসলাম সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান শিপন এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক অর্জুন রাজ বংশী।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি