ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গরম তরকারি ঢেলে পুত্রবধুর শরীর ঝলসে দিয়েছেন শ্বশুর

প্রকাশিত : ১৩:৩৩, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৩, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহে পারিবারিক দ্বন্দের জের ধরে গরম তরকারি ঢেলে পুত্রবধুর শরীর ঝলসে দিয়েছেন শ্বশুর। দগ্ধ ওই গৃহবধুকে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বজনরা পরিবারের সদস্যরা জানায়, হালুয়াঘাটের খয়রাকুড়ি গ্রামের অরুণ চৌহানের স্ত্রী রাধা রানী সাথে শ্বশুড়-শ্বাশুড়ীর দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় রান্না ঘরে প্রবেশ করে পুত্রবধুর চুলায় থাকা গরম তরকারি ঢেলে দেয় প্রসাদ চৌহান শিবু। গুরুতর দগ্ধ রাধাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি