ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গাছের নিচে চাপা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ২৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ারর শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের আবু ছায়েমের দুই ছেলে মোসাদ্দেকুল (৫) মোস্তাফিজুর রহমান (১১)।

নিহতদের বাবা আবু ছায়েম বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাড়ির পাশে জমির ধারে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এসময় আমার দুই ছেলে মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ওই গাছের নিচ দিয়ে আসার সময় গাছ চাপা পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে দু'জনেই গুরত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ারর জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আমার বড় ছেলে মোস্তাফিজুর  ছোটছেলে মোসাদ্দেকুলের মৃত্যু হয়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি