ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৯ মে ২০২২ | আপডেট: ১৩:১৭, ১৯ মে ২০২২

Ekushey Television Ltd.

কর্মীদের গ্রুপ হেল্থ ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করার লক্ষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান এসামুল আরিফিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অব গ্রুপ (ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) মাহমুদ আফসার ইবনে হোসাইন, হেড অব সার্ভিস ইফতেখার আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি