ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

গাড়ি সিএনজিতে রূপান্তরের হিড়িক (ভিডিও)

জসিম জুয়েল

প্রকাশিত : ২১:৩৬, ১২ আগস্ট ২০২২ | আপডেট: ২১:৪৩, ১২ আগস্ট ২০২২

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গাড়িতে সিএনজি ও এলপিজি করার হিড়িক পড়েছে। রাজধানীর বেশিরভাগ সিএনজি ওয়ার্কশপে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। আগামী এক সপ্তাহে কোনো বুকিং খালি নেই। এর প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনেও।

সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়, বিপাকে পড়েছেন গাড়ির মালিকরা। যানবাহনের খরচের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে তারা। 

এতদিন তেলেই গাড়ি চালাতেন, কিন্তু দাম বেড়ে যাওয়ায় অনেকেই তা পেরে উঠছেন না। খরচের লাগাম টানতে বাধ্য হয়ে গাড়িকে সিএনজিতে রূপান্তরিত করছেন।

আগে মাসে ওয়ার্কশপে গড়ে আসতো ১০ থেকে ১৫ গাড়ি। সেখানে এখন প্রতিদিন আসছে ৫ থেকে ৬টি গাড়ি। এতে রাজধানীর সিএনজি ওয়ার্কশপগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি।

রাজধানীর মগবাজারে অনুদিপ মটরসে গাড়িকে সিএনজিতে রুপান্তরিত করার চাপে হিমশিম খাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। এক সপ্তাহে এখানে কোনো বুকিং খালি নেই। একই চিত্র রাজধানীর বেশিরভাগ ওয়ার্কশপে।

অতিমাত্রায় গাড়িকে সিএনজি রূপান্তরিত করার ফলে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ বেড়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি