ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে এনআরবিসি ব্যাংকের ৬২তম শাখার যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৯

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

রোববার ২৯ সেপ্টেম্বর প্রধান অতিথি হিসেবে শাখা ও ব্যাংকিং বুথের কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক আবু মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র  কাজী লিয়াকত আলী।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, এফআই এন্ড এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির, জেলা রেজিস্ট্রার মো. শাহনেওয়াজ খান, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক  আনিসুর রহমান, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল(গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘প্লানেট’’।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি