ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২১ সালের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ৬ সেপ্টেম্বর, ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। 

সভায় বিগত সময়ের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের বাকি সময়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়।

এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক  আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি