ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে লরির ধাক্কায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে নগরীর এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের ছালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন (২১) ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ (১৭)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, একটি তেলবাহী লরি মোটরসাইকেল আরোহী দুই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। আর গুরুতর আহতাবস্থায় রাব্বি শেখকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি