ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চট্টগ্রামে শতবছরের ঐতিহ্যবাহী ফিশারীঘাটের মাছের আড়ত সরিয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত : ১৮:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শতবছরের ঐতিহ্যবাহী ফিশারীঘাটের মাছের আড়ত সরিয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মাছ ব্যবসার সাথে জড়িতরা। সকালে নগরীর ফিশারীঘাট এলাকায় এই বিক্ষোভ সমাবেশে মৎস শিল্পের নেতারা বলেন, ফিশারীঘাটের মাছের বাজারের উপর শত শত জেলের জীবন জীবিকা নির্ভরশীল। সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও স্বার্থান্বেষী মহল কর্ণফূলী নদীর তীর দখল ও ভরাট করে ফিশারীঘাট বাজারটি সরিয়ে নিচ্ছে। সমাবেশে মৎস শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবুল সরকারসহ বিভিন্ন মৎস ব্যবসায়ী, আড়তার ও মৎসজীবীরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি