ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র রফতানী ও ক্ষুদ্র শিল্প মেলা

প্রকাশিত : ১৩:১৬, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৬, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র রফতানী ও ক্ষুদ্র শিল্প মেলা। মেলায় এসেছে নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের পাশাপাশি শাড়ি সহ শীতের পোষাক। দাম কিছুটা কম থাকায় ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। ক্ষুদ্র ও কুঠির শিল্পের প্রসারে নগরীর জিইসি মোড়ে শুরু হয়েছে মাস ব্যাপী তাঁত বস্ত্র রফতানী ও ´ুদ্র শিল্প মেলা। মেলায় বসেছে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা বিভিন্ন  প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পসরা। দেশীয় শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্যের দাম বাজারের তুলনায় মেলায় কিছুটা কম রাখা হচ্ছে বলে জানান বিক্রেতারা। একই কথা বললেন ক্রেতারাও। ঝামেলামুক্ত পরিবেশে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পারছে বলে জানান তারা। মেলা থেকে নতুন জামা-কাপড় কিনতে পেরে খুশী শিশুরাও। এ ধরনের মেলা আয়োজনে একদিকে যেমন দেশীয় শিল্পের প্রসার ঘটে, তেমনি কম দামে পণ্য কেনা যায় বলে মনে করেন মেলায় আসা ক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি