চট্টগ্রামে ৫৭০ বর্গফুটের ম্যুরাল উদ্বোধন
প্রকাশিত : ১৮:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭
দেশের ইতিহাস তুলে ধরতে চট্টগ্রামের জামালখান ড. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ৫৭০ বর্গফুটের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ম্যুরালটির উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ পত্র দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতা ও কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে নির্মিত এ ম্যুরালে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস পোড়া মাটিতে চিত্রিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জেলা প্রশাসক সামসুল আরেফিন।
আরও পড়ুন