চট্টগ্রামেও স্মরণ করা হয়েছে ভাষার জন্য রক্ত দেয়া বীর সন্তানদের
প্রকাশিত : ১৮:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭
সরাদেশের মতো চট্টগ্রামেও স্মরণ করা হয়েছে ভাষার জন্য রক্ত দেয়া বীর সন্তানদের। মঙ্গলবার ভোর থেকে শহীদ মিনারে সব বয়সী মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। এসময় সম্প্রীতির দেশ গড়তে সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের দাবি জানান তারা।
বায়ান্নের আন্দোলন মুখর উত্তাল এই দিনে যখন ১৪৪ ধারা ভেঙে ছাত্র জনতা মিছিল বের করে সেসময় ঢাকা মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন সুরভী বড়ুয়া। দেখেছিলেন গুলিবিদ্ধ সালাম, রফিকের রক্তাক্ত দেহ। সেসব স্মৃতি আজও তাকে শোকাতুর করে।
বাবা, মায়ের কোলে চড়ে শহীদ বেদিতে ফুল দিতে আসে ছোট্ট এই শিশুটিও।
ভাষা শহীদদের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সকাল থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের জনতার। কারো হাতে শোভা পায় বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন। কেউ বা এনেছেন রক্তে রাঙ্গা ফুল।
ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি বলে মনে করছেন সংস্কৃতি ও প্রগতিশীল আন্দোলনকর্মীরা।
একুশের প্রথম প্রহরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন