ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলে গেলেন জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২২ মার্চ ২০২১ | আপডেট: ১২:২৫, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

জনকণ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর।

জানা যায়, ভোরের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এ সাংবাদিক। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জনকণ্ঠ প্রকাশিত হয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি