ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

চাঁদপুরে হচ্ছে ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার উৎপাদনে জুলস পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্মাক্ষরিত হয়েছে। সোমবার বেজা’র কার্যালয়ে এ সমঝোতা চুক্তি সই হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একই অর্থনৈতিক অঞ্চলে ২০১৭ সালের ২২ এক হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পাওয়ার চায়না এবং চালতি বছরের ৫ ফেব্রুয়ারি নরওয়ে ভিত্তিক স্কেটেক সোলার এর সঙ্গে ৮০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে  সমঝোতা স্বারক স্মাক্ষর করে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলকে ভবিষৎ বাংলাদেশের সোলার পাওয়ার হাব হিসেবে গড়ে তুলতে বেজা কাজ করছে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব এ সোলার পাওয়ার প্ল্যান্ট এর পাশাপশি এখানে শিল্প-কারখানা স্থাপন করা হবে, যা অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বেজার পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন বেজার যুগ্ন-সচিব ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এবং জুলস পাওয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুহুর এল খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ ও মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি