ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চার অঞ্চলকে অন্তর্ভূক্তির আইনে সই করলেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ৫ অক্টোবর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আইনে স্বাক্ষর করেছেন যদিও আন্তর্জাতিক আইনে একে একটি অবৈধ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

রাশিয়া এই অঞ্চলগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এবং এর মধ্যে দুটি অঞ্চল রয়েছে যেখানে ইউক্রেনীয় বাহিনী অগ্রগতির দাবি করছে।

ইউক্রেনের সৈন্যরা দেশটির পূর্ব এবং দক্ষিণ অংশে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং তারা রুশ কবল থেকে সম্প্রতি কিছু ভূমি উদ্ধার করতে সমর্থ হয়েছে।

তবে ক্রেমলিনের সরকার জোর দিয়ে বলেছে, ইউক্রেনীয়রা যে অঞ্চলগুলি পুনরুদ্ধার করেছে সেগুলি রাশিয়া আবার দখলে নেবে।

ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, তাদের বাহিনী দিনেপ্রো নদীর পশ্চিম তীর বরাবর দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং দেশের উত্তর-পূর্বেও তারা তাদের অগ্রগতি সুসংহত করছে বলে জানা গেছে।

ক্রামাটোরস্কে রুশ মিসাইলের আঘাতে বিধ্বস্ত বাড়িতে বসে আছেন লেডা বুঝিনা (৫৬)। হামলায় তিনি নিজেও আহত হন।

যেসব ভূখণ্ড ইউক্রেনীয় সৈন্যরা পুনরুদ্ধার করেছে তার মধ্যে রয়েছে খেরসন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রাম এবং সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে।

ওদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, কিয়েভের দক্ষিণ-পশ্চিমে একটি শহরে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

তারা বলছেন, এই আক্রমণে বিস্ফোরক ভর্তি "কামিকাজে ড্রোন" ব্যবহার করা হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, বিলা সারক্ভায় এই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে।

রাশিয়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে - জাপোরিসা শহর, দনিপ্রোপেট্রোভস্কের কিছু শহর এবং দনিয়েৎস্কের রণাঙ্গনে বাখমুত এবং আভদিভকা শহরকে ঘিরে হামলা হয়েছে। সূত্র: বিবিসি

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি