ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চার দশক পর প্রথম প্রধানমন্ত্রী পেল কিউবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২২ ডিসেম্বর ২০১৯

ডান দিকে ম্যানুয়েল মারেরো- বিবিসি

ডান দিকে ম্যানুয়েল মারেরো- বিবিসি

Ekushey Television Ltd.

দ্বীপ রাষ্ট্র কিউবার জনগন ৪৩ বছর পর পেয়েছে তাদের প্রধানমন্ত্রী। দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মিগেল দিয়া ক্যানেল। ম্যানুয়েল হলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী। খবর বিবিসি’র। 

গতকাল শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মারেরো। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ১৯৭৬ সালে কিউবার প্রধান নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছর নতুন সংবিধান অনুযায়ী পদটি পুনরায় চালু করা হলো।

৫৬ বছর বয়সী ম্যানুয়েল মারেরো বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা কিছু দায়িত্ব নেবেন। তিনি কিউবার পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করেছেন প্রায় ১৬ বছর। ২০০৪ সালে ক্যাস্ত্রো তাকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি