ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

চিটাগং চেম্বারের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ১৩:৪৪, ১ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৩, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকরা রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসনের সংসদ সদস্য এমএ লতিফ। চেম্বারের চতুর্থবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বর্তমান বোর্ডের সিনিয়র সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ ও সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, বর্তমান পরিচালক একেএম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, ছৈয়দ ছগীর আহমদ, সরওয়ার হাসান জামিল, মো. রকিবুর রহমান (টুটুল), হাসনাত মো. আবু ওবাইদা, মো.

শাহরিয়ার জাহান, মুজিবুর রহমান, মো. আবদুল মান্নান সোহেল এবং নবনির্বাচিত পরিচালক বেনাজির চৌধুরী নিশান, মো. এম মহিউদ্দিন চৌধুরী, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সালমান হাবীব, সাকিফ আহমেদ সালাম ও শাহজাদা মো. ফৌজুল আলেফ খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরিচালকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও নতুনদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি এমএ লতিফ। নবনির্বাচিত পরিচালকরা ২০১৯-২০ ও ২০২০-২১ সাল এ দুই মেয়াদের দায়িত্ব পালন করবেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি