চুয়াডাঙ্গায় ১১৬ ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও বই বিতরণ
প্রকাশিত : ২০:১৮, ৩১ আগস্ট ২০২২

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১১৬ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল এবং বই তুলে দেন।
স্থানীয় সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ দিয়ে কেনা বাইসাইকেল ও বইগুলো ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া, বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, গড়ইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু প্রমুখ।
প্রধান অতিথি হাজী আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিল্ডিং তৈরি করে দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে স্বাচ্ছন্দবোধ করে। এই অঞ্চলের স্কুল, মাদরাসা থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিনামূল্যে বই দিয়ে তাদের স্কুলে আসার আগ্রহ তৈরি করতে চেয়েছেন।
কেআই//
আরও পড়ুন