ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কারমাইকেলে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত : ১৯:২৬, ৫ মার্চ ২০১৯

অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, আবাসন সংকট নিররসনে নতুন হল নির্মাণ ও পরিবহণ সংকট নিরসনে নতুন বাস ক্রয়সহ ৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখা মানববন্ধন করেছেন। সেই সঙ্গে কলেজ প্রশাসন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর স্মরকলিপি পেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে কলেজের প্রশাসিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন- সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক অসীমা রায় লিপির সভাপতিত্বতে উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. জিন্নাত হোসেন, সদস্য কনক ব্যানার্জী অর্পণ প্রমুখ।

বক্তারা বলেন, উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী এই শতবর্ষী কারমাইকেল কলেজ। কিন্তু দীর্ঘ ২৮ বছর থেকে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় না। ছাত্র সংসদ ছাত্রদের গণতান্ত্রিক চর্চা করতে শেখায়, নেতৃত্বের বিকাশ ঘটায়। তাই গণতান্ত্রিক চর্চায় ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি বলে দাবি করেছে। তারা ৭ দফা দাবি মেনে নেবার জন্য কতৃপক্ষের প্রতি দাবি জানান।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি