ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জন্মদিন পালনের মতো মেয়ে আমি নই : গ্রেটা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জলবায়ু আন্দোলনের কর্মী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা গ্রেটা থুনবার্গ নিজের জন্মদিনটা প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই কাটিয়েছেন। এই সুইডিশ পরিবেশকর্মী গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ১৭ বছরে পা দেন। তবে তিনি জন্মদিন উদযাপনের পক্ষে নন।

মাত্র ১৫ বছর বয়সে সরকারকে কার্বন নির্গমন রোধে চাপ দেওয়ার জন্য সুইডিশ পার্লামেন্টের বাইরে প্রতি শুক্রবার বিক্ষোভ দেখাতে শুরু করেন। সে মতে গত ৩ জানুয়ারি শুক্রবার নিজের জন্মদিনে গ্রেটা পার্লামেন্টের বাইরে আন্দোলনে ছিলেন। এখানে ৭ ঘণ্টা আন্দোলন করে তবেই বাড়ি ফেরেন।

রয়টার্সকে গ্রেটা বলেন, জন্মদিন পালনের মতো মেয়ে আমি নই। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আমি আন্দোলন করব, এরপর বাড়ি ফিরে যাব। তিনি আরও বলেন, আজ কোনো বার্থডে কেক নেই। তবে বাড়িতে ডিনারের আয়োজন করা হয়েছে।

টাইমের এ বছরের পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত থুনবার্গ গ্রেটা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম সাধারণ অধিবেশনে পরিবেশ বিষয়ে জোরাল বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান।

সম্প্রতি একটি পরিবেশ বিষয়ক পুরস্কার নিতে অস্বীকার করেছেন তিনি। বলেছিলেন, জলবায়ু আন্দোলনের পুরস্কার নয়, ক্ষমতাবান মানুষকে বিজ্ঞানের কথা শুনতে শুরু করানোটা বেশি প্রয়োজন।

গ্রেটা বিগত দুই বছর ধরে পরিবেশ আন্দোলন করে যাচ্ছেন। সচেতনতা তৈরি করতে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন, সভা-সমাবেশে যোগ দেন। তবে বিমানপথে যাতায়াতে তার অনীহা রয়েছে। পরিবেশ রক্ষায় প্রতিবাদ স্বরূপ তার এই পদক্ষেপ।

গত ১২টি মাস সম্পর্কে তিনি বলেন, এটি একটি অদ্ভুত এবং ব্যস্ত বছর ছিল, তবে এটিও দুর্দান্ত একটি কারণে যে, আমি আমার জীবন নিয়ে যা করতে চাই, তা পেয়েছি এবং আমি যা করছি তার প্রভাব পড়ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি