ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৪ সেপ্টেম্বর ২০১৭

আগামী বছরের মে-জুনের মধ্যে জাতীয় গ্রিডে আরও দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গরম, রোজা ও সেচের চাহিদা একসঙ্গে আসছে। সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অন্তত ১৫০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার টার্গেট রয়েছে।  আশা করছি, আগামী বছর আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল প্রতিবছর বিদ্যুৎ উৎপাদন ১২০০ মেগাওয়াট করে বাড়ানোর। সরকারের সে  লক্ষ্য পুরোপুরি অর্জন না হলেও ৯০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে। তবে চাহিদা বেড়ে গেছে দুই হাজার মেগাওয়াটের উপরে। তাই চাহিদার বিবেচনায় আগামী বছরে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি