চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জাদুশিল্পী উলফা কবিরের জাদু প্রদর্শনী।

নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জাদুর পাঠাশালা। এতে উলফা কবির ছাড়াও জাদু প্রদর্শন করেন চট্টগ্রামের বিভিন্ন তরুণ ও সিনিয়র জাদুশিল্পীরা। শিল্পীদের প্রদর্শিত জাদু মুগ্ধ করে দর্শকদের।