ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলকে পিপিই দিল জাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১৬ ডিসেম্বর ২০২০

করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। ১৫ই ডিসেম্বর জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিশ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে হাসপাতালটিকে।  

পিপিই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোজি মিতোমরি ও জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কেনজি ইবিহারা। সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, পরিচালক উলফাত জাহান মুন ও মো. মোস্তাক হোসেন। 

জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই মহামারিতে সক্রিয় ভূমিকা রাখছেন চিকিৎসক ও চিকিৎসা পরিচালনাকারী কর্মীরা। তাদের নিরাপত্তা ও সহায়তার জন্য এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা হবে।' হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে বিশেষ এই চিকিৎসাসামগ্রী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলবে বলে জানান। তিনি বলেন, 'কোভিডের দ্বিতীয় প্রবাহের আশংকা করা হচ্ছে। আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। 

এই সময়ে বাংলাদেশ ও জাপানের চিকিৎসক ও সেবিকারা করোনায় আক্রান্তদের দিনরাত চিকিৎসা করে যাচ্ছেন। জাইকার সুরক্ষা সামগ্রী আক্রান্তদের কার্যকর চিকিৎসায় ব্যবহার করা হবে।' গত ৯ই জুন থেকে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল দেশী-বিদেশী সহস্রাধিক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে বিশেষায়িত সেবা প্রদান করছে। কোভিড চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগের কার্যকর ও আধুনিক চিকিৎসা সেবা প্রদান করছে। 

উল্লেখ্য, জাইকা, বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপ ও জাপানের শিপ হেলথকেয়ারের যৌথ উদ্যোগে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করছে। নির্মাণাধীন এই হাসপাতাল আগামী ১৫ জানুয়ারি থেকে অত্যাধুনিক চিকিৎসা সুযোগ ও সেবা নিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করবে। বাংলাদেশের বর্তমানের উন্নয়নের ধারাতে জাইকা বহুদিন ধরেই নানা উন্নয়ন প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করছে। চিকিৎসা ও সেবাক্ষেত্রেও জাইকা বাংলাদেশকে কার্যকর সুবিধা প্রদান করে যাচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি