ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জাপান সাগরে আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আবারও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি বছর ১২তম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। খবর পার্সটুডে’র।

বৃহস্পতিবার উপকূল থেকে সাগরের দিকে পরপর দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র দু’টি জাপান সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

অবশ্য ক্ষেপণাস্ত্রগুলো কি পাল্লার এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি কোনও দেশ।

প্রসঙ্গত, গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছিল। ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলেও জানিয়েছিল তারা। সাবমেরিন থেকে ছুঁড়া সম্ভব এমন ক্ষেপণাস্ত্রগুলোকে সাধারণত খুব কাছে চলে আসার আগে শনাক্ত করা কঠিন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি