ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জাপানে আঘাত হেনেছে টাইফুন ফ্যাক্সাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:২০, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাপানের টোকিওর কাছে হনশু দ্বীপে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে টাইফুন ফ্যাক্সাই। সোমবার সকালে রাজধানী টোকিওর পূর্বদিকের চিবা শহরের উপকূল দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে।

কানাগাওয়া, শিজোকো ও টোকিও এলাকার প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। টাইফুনের কারণে এখন পর্যন্ত ১০০ বুলেট ট্রেন ও বিমানের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১০ লাখ বাড়ি। ভেঙে পড়েছে বহু বাড়িঘর।

ফ্যাক্সাই বর্তমানে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিবেগে জাপানের উত্তর-পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। এর কারণে ভূমিধস এবং বন্যার হুমকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি