ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জাবি প্রেসক্লাবের সভাপতি ইমন সম্পাদক নাঈম

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২২-২৩ সেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমন মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নুর হাছান নাঈম।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ভোট অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে হাসিব সোহেল, কোষাধ্যক্ষ মোসাদ্দেকুর রহমান, দপ্তর সম্পাদক নোমান বিন হারুন, গ্রন্থাগার সম্পাদক ফাইজার মোহাম্মদ শাওলিন এবং কার্যকরী সদস্য হিসেবে খালেদ জুবায়ের শাবাব ও ওয়াজহাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন, সহকারী নির্বাচন কমিশনার (সচিব) জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসা। 

এছাড়াও সাবেক সভাপতি দীপঙ্কর দাস, রিজু মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি