ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৫, ১১ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট (juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।

ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০, যেখানে ছেলে ও মেয়েদের জন্য সমান সমান ১৬০ টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, এবছর ‘ডি’ ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২২৬ টি। এই প্রেক্ষিতে প্রতিটি সিটের বিপরীতে ভর্তি হওয়ার জন্যে ২১৬ জন শিক্ষার্থী লড়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি