ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জাল নোট সনাক্তকরণে ব্যাংক এশিয়ার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

জাল নোট সনাক্তকরণের উপর ব্যাংকের ক্যাশ অফিসার ও জেনারেল ব্যাংকিং ইনচার্জদের জন্য ব্যাংক এশিয়া দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার (অফলাইন ও অনলাইন) আয়োজন করে। 

২৮ মে রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইন্সস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন  করেন। 

ব্যাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর উপ-মহাব্যবস্থাপক জনাব হাসান তারেক খান জাল নোট সনাক্তকরণের উপর দুটি সেশন পরিচালনা করেন। বিএআইটিডি-এর প্রধান জনাব বি এম শহীদুল হক, ব্যাংকের প্রিন্সিপাল শাখার অপারেশন্স হেড  মজিবুর রহমান, ব্রাঞ্চ অপারেশন্স ডিভিশন প্রধান মি. সুবীর কুমার চৌধুরী এবং লালমাটিয়া শাখা প্রধান শ্রীমতি কৃষ্ণা সাহা কর্মশালায় উপস্থিত ছিলেন। ৫০ জন কর্মকর্তা সশরীরে এবং ৫০০ এর অধিক কর্মকর্তা অনলাইনের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন।  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি