ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জ্বালানি তেলের দাম পুনঃমূল্যায়নের ইঙ্গিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৪ আগস্ট ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

জ্বালানি তেলের দাম পুনঃমূল্যায়নের ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে এতে জ্বালানি তেলের দাম আরও বাড়বে, না কমবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি তিনি। ট্যারিফ কমিশন শিগগিরই বসে তেলের দাম ফের মূল্যায়ন করবে বলে জানান মন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) দুপুরে রংপুর সেন্ট্রাল রোডের বাসায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ডলারের দাম বাড়ায় বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম কমার সুফল পাচ্ছে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠকের পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মানুষের কষ্ট হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সারা পৃথিবীতেই বেড়েছে। আর বেহেশত বা দোজখ সেটা জীবিত অবস্থায় বোঝা যায় না, মরলে বোঝা যায়।

তবে বৈশ্বিক এই পরিস্থিতে দেশের মানুষের কষ্ট লাঘবে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে দাবি করেন টিপু মুনশি।

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে–জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে টিপু মুনশি বলেন, ‘এটি একটি রাজনৈতিক বক্তব্য। বিশ্ব পরিস্থিতিতে আমাদের প্রধানমন্ত্রী সবাইকে কৃচ্ছ্রসাধনের কথা বলছেন।’

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি