ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঝিনাইদহে নির্মিত সেতুটি ভেঙ্গে যাওয়ায় ৫০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ১১:৪৪, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১১:৪৪, ২৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের সানচাই নদীর উপর নির্মিত সেতুটি ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দু’টি জেলার অন্তত ৫০ গ্রামের মানুষ। নৌকা বা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। এতে যেমন বাড়তি টাকা গুণতে হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। নির্মাণের দুই যুগের আগেই মুখ থুবড়ে পড়েছে সেতু। দুর্ভোগ পোহাতে হচ্ছে সানচাই নদীর দুই পাড়ের বাসিন্দাদের। ১৯৯৪ সালে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী বাজারের কাছে সেতুটি নির্মাণ করে এলজিইডি। সম্প্রতি এটি ভেঙ্গে পড়ে। নৌকা ও বাঁশের সেতু দিয়ে নদী পার হতে হচ্ছে ঝিনাইদহ ও মাগুরা জেলার অন্তত ৫০ গ্রামের মানুষকে। সেতুটি ভেঙ্গে পড়ায় পণ্য পরিবহণে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে, স্বল্প সময়ে সেতু ভেঙ্গে পড়া কিংবা কবে নাগাদ এটি মেরামত করা হবে, সেব্যাপারে কিছু জানাতে পারেননি এলজিইডির এই কর্মকর্তা। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শিগগিরই সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি