ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঝুড়িতে ঝুলে গর্ভবতী গেলেন হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৯ জুলাই ২০২০

ছত্তীসগড়ের কন্দাগাঁওে এক মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট শুরু করে। তাই ঝুঁকি নিয়েই গর্ভবতী মহিলাকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে৷  ভিডিওটি সামনে আসতেই ফের একবার  নিন্দার ঝড় উঠেছে৷ প্রশ্ন উঠেছে গ্রামীণ চিকিৎসার পরিকাঠামো নিয়ে৷

ছত্তীসগড়ের কন্দাগাঁওের মহানবেদা গ্রামে পাকা রাস্তা নেই৷ আর তাই অ্যাম্বুলেন্স ঢোকার প্রশ্নই আসে না৷ এ দিকে প্রসব যন্ত্রণায় মহিলাটি চটফট শুরু করেছেন৷ তাই কোনও মতে বেতের ঝুড়িতে তাঁকে ঝুলিয়ে হাসপাতালের পথে স্বাস্থ্য কর্মীরা৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার৷

কন্দাগাঁওের চিফ মেডিক্যাল অফিসার টি আর কানওয়ার এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, মহিলার পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়৷ কিন্তু রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি৷ যার কারণে এই হয়রানির শিকার হতে হল ওই মহিলা এবং তার পরিবারকে৷

তবে জেলা হাসপাতালে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা, জানিয়েছেন সিএমওএইচ৷ দু’জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি