ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর পিছিয়ে জুলাইয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৩৯, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু এ সফর পিছিয়ে ফেব্রুয়ারির পরিবর্তে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও উইন্ডিজ ক্রিকেট বোর্ড সফর পেছাতে সম্মত হয়েছে।


র্যা ঙ্কিংয়ে নয়ে অবস্থান করায় সরাসরি আগামী বিশ্বকাপে অংশ নিতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। বিশ্বকাপের বাছাই পর্বের আগে তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাচ্ছে না।


বিসিবি সূত্রে জানা গেছে, শুধু ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশেরও রয়েছে ব্যস্ত সিডিউল। ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলবে মাশরাফি বাহিনী। হোম সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিতে হতো টাইগারদের। এ কারণে সিরিজ পিছিয়ে নিতে বাংলাদেশও সম্মত হয়েছে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি