ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উপকূলীয় এলাকাসহ দক্ষিণাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ১০:১২, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:১২, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উপকূলীয় এলাকাসহ দক্ষিণাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীতে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান ও শাক-সবজি। ফরিদপুরে কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা ধান ঝরে গেছে। প্ ক’দিন আগে সাগরে নিম্নচাপের ফলে তীব্র ঝোড়ো হওয়া বয়ে যায় উপকূলে। জোয়ারের পানিতে তলিয়ে যায় নোয়াখালী জেলার নিম্নাঞ্চচলের আমন ধান। পানি নেমে গেলেও লন্ডভন্ড হয়ে গেছে ফসল । নষ্ট হয়েছে অনেক শাক-সবজির ক্ষেতও। ধাক্কা সামলে নিতে এখন এসব জমিতে নতুন করে চাষাবাদ শুরু করছেন চাষীরা। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির হিসেব করে উধর্বতন কর্র্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এদিকে, ফরিদপুরে কয়েক হাজার হেক্টর জমির ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। অনেক জমির বেশিরভাগ ধানই ঝরে গেছে। কোথাও কোথাও ফসল বাচাতে আগেভাগেই ধান কেটে ঘরে তুলছেন কৃষক। কৃষকদের সহযোগীতার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। ক্ষয়ক্ষতি বিবেচনা করে, স্থানীয় বাজারে ধানের ন্যায্যমূল্য নির্ধারণের দাবী ক্ষতিগ্রস্ত চাষীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি