ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‌্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। র‌্যাটিং পয়েন্ট ৬৯৫ নিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন এই কাটার মাস্টার। আর র‌্যাটিং পয়েন্ট ৭৪২ নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিম।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এর সর্বশেষ হালনাদকৃত র‌্যাংকিং তালিকায় এ তথ্য উঠে এসেছে। র‌্যাংকিংয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে ভারতের জাসপিত বোমরা ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আর বোলিংয়ে নবম স্থানেই রয়েছেন সাকিব আল হাসান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি