ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টি-২০ ইতিহাসে ২০০ পেরোনো ৬২ ইনিংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৪৭, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

একসময় ওয়ানডে ক্রিকেটে ২০০ রান তোলা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেটে ক্রমান্বয়ে নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রানের চাকাও। এরপর ওয়ানডের সঙ্গে যোগ হয় টি-২০ ক্রিকেটের মত মারদাঙ্গা ক্রিকেটের। আর এতেই দুইশো রান করাটা অনেকটা মামুলি হয়ে দাঁড়িয়েছে ব্যাটসম্যানদের কাছে। গত ১২ বছরে ৬২ টি ডাবল সেঞ্চুরির ইনিংস দেখেছে বিশ্ববাসী।

ইউএসপিএনের হিসাব অনুযায়ী, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত ৬২ ইনিংসে ২০০ পেরোয় বিভিন্ন দল। এর মধ্যে সবার আগে আছে আনপ্রেডিক্টেবলখ্যাত দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক আর ডু প্লেসির যুগে ২০০ পেরোনো ইনিংসে তারা রয়েছেন শীর্ষে। ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত দলটি করেছে ১২ টি ডাবল সেঞ্চুরির রেকর্ড।

এদিকে মাত্র ১ ঘর পিছিয়ে থেকে প্রোটিয়াদের উপর নিঃশ্বাস ফেলছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন (ওয়ানডে) অস্ট্রেলিয়া। টি-২০ ইতিহাসে তাদের সংগ্রহ ১১টি দুইশো পেরোনো ইনিংস। এদিকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সমানভাবে ৮টি করে ২০০ পেরোনো ইনিংস খেলেছেন। এ ছাড়া নিউজিল্যান্ড ৬ বার, ইংল্যান্ড ৫ বার, পাকিস্তান-আফগানিস্তান ৩ বার করে, আয়ার‌ল্যান্ড ২ বার ও বাংলাদেশ ও জিম্বাবুয়ের ১টি করে ২০০ পেরোনো ইনিংস রয়েছে।

টি-২০ ইতিহাসে সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি যুক্ত হলো বাংলাদেশের কাছ থেকে। শ্রীলঙ্কার দেওয়ার ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুশফিকের বীরত্বে ১ বল বাকি থাকতেই জয় পায় টাইগাররা। এদিকে সর্বোচ্চ ডাবলের সংখ্যাটা প্রোটিয়াদের ঘরে থাকলেও, এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা আছে অস্ট্রেলিয়ার দখলে। ২০১৬ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রানের দানবীয় ইনিংস খেলে অজিরা। এর আগে টানা ১০ বছর সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজেদের দখলে রেখেছিল শ্রীলঙ্কা। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে লঙ্কানরা।

সূত্র: ইউএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি