ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

টিপু সুলতানের মৃত্যু ছিল ঐতিহাসিক : ভারতের রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশটির কর্ণাটক রাজ্যের মহীশূরের ১৮ শতকের ব্রিটিশবিরোধী শাসক টিপু সুলতানকেহিন্দুবিরোধী অত্যাচারী শাসকবলে জোর প্রচারণা চালাচ্ছে নিয়ে ভারতজুড়ে চলছে তর্ক-বিতর্ক

এ বিতর্কের মধ্যেই এই শাসকের প্রশংসা করে সব তর্ক-বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিজেপির নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) মনোনীত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি টিপু সুলতানের মৃত্যুকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। বুধবার কর্ণাটক বিধানসভার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সুলতান টিপুর এ প্রশংসা করেন।

কর্ণাটক রাজ্যের বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে টিপু সুলতানের ঐতিহাসিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, টিপু সুলতান মহীশূর ক্ষেপণাস্ত্র উদ্ভাবন এবং যুদ্ধক্ষেত্রে তা ব্যবহারের অগ্রদূত। পরবর্তী সময়ে এই প্রযুক্তি রপ্ত করেছিল ইউরোপীয়রা।

কর্ণাটকের সেক্যুলার মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়াহ বলেন, ভারতীয় রাষ্ট্রপতির এ বক্তব্য ‘রাষ্ট্রনায়কোচিত’। সিদ্ধরামাইয়া’র নেতৃত্বাধীন সরকার ২০১৫ সাল থেকে টিপু সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করছে।

বিজেপি অভিযোগ অভিযোগ করেছে, রাষ্ট্রপতি কংগ্রেসের লিখে দেওয়া ভাষণ পাঠ করেছেন। বিজেপির আইনপ্রণেতা অরবিন্দ লিম্ববালি বলেন, কংগ্রেস প্রেসিডেন্টের দপ্তরের অপব্যবহার করেছে। তারা প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে, তাঁর মুখ দিয়ে টিপু সুলতানের প্রশংসা করিয়ে নিয়েছে।

সূত্র: এনডিটিভি।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি