ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টোকিও অলিম্পিকে যৌন হেনস্থার হেনস্তার শিকার হয়েছি: সিমোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৩১, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের হয়ে চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সিমোন বেলিস জানিয়েছেন, দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসের তাকে যৌন হেনস্থা করেছিলেন।

টুইটারে `মি ঠু` ট্যাগের সঙ্গে রিও অলিম্পিকের এই তারকা বলেছেন, তবে এ ঘটনার জন্য খেলার প্রতি তার ভালোবাসা আর আনন্দ কেড়ে নিতে পারেনি।

রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে চারটি স্বর্ণ আর একটি বোঞ্জ পদক জয় করেছিলেন সিমোন বেলিস।

তিনি বলছেন, এই ভোগান্তির কথা বর্ণনা করা কঠিন। এটা আমার জন্য আরো কষ্টকর হয়, যখন ২০২০ সালের টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য আমার সেই প্রশিক্ষণ ক্যাম্পে আসতে হয়। কারণ সেখানেই আমি যৌন হেনস্থার শিকার হয়েছি। আমি এই খেলাকে খুব ভালোবাসি তাই আমি কখনোই এটি ত্যাগ করে যাবো না।

শিশু যৌনতার ছবি সংরক্ষণ করা আর জিমন্যাস্টিকদের হয়রানি করার অভিযোগে এর মধ্যেই অবশ্য ল্যারি নাসেরের ৬০ বছরের কারাদণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। তার বিরুদ্ধে চিকিৎসার নামে যৌন হয়রানির অভিযোগ করেছেন আরো তিনজন মার্কিন অলিম্পিয়ান, যাদের মধ্যে রয়েছেন স্বর্ণজয়ী গ্যাবি ডগলাসও।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি